বগুড়ায় মাছের পোনা অবমুক্ত করলেন রুহুল কবির রিজভী
এস এম দৌলত,বগুড়া প্রতিনিধি:বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে শহরের এসপি ব্রিজ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
জেলা মৎস্যজীবী দলের বাস্তবায়নে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুর রহমান হেলাল, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুর রহমান মামুন। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, সদস্য সচিব খলিলুর রহমান খলিল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ। এরপর শহরের উপশহর এলাকায় মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপন করেন রুহুল কবির রিজভী।


আপনার মতামত লিখুন
Array