জামালপুর জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত
মোঃ ইব্রাহিম খান, জামালপুর: জামালপুর জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বেলা ১২টায় জামালপুর লুইস ভিলজ পার্ক সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপি’র সভাপতি মোঃ ফরিদুল কবির শামীম তালুকদার এবং অনুষ্ঠান পরিচালনা করেন জামালপুর জেলা যুবদলের সভাপতি সজিব খান।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রমিদুজ্জামান মিল্লাত। বক্তব্য প্রদান করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. শাহ্ ওয়ারেছ আলী মামুন।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন—
• চেয়ারপারসনের উপদেষ্টা এস এম আব্দুল হালিম ও আব্দুল কাইয়ুম
• সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক
• মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল
• জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেল
• যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ফিরুজ মিয়া
• সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মদ
• জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম
• স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাওসার আহমেদ ও সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির সুমন
• সাবেক ছাত্রনেতা শাহ মোঃ আরিফ, আরমান হোসেন রানা, আকমলসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সবশেষ ২০১৬ সালের ২৬শে নভেম্বরবার জামালপুর জেলা বিএনপি সন্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আজকের সন্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ফরিদুল কবির শামীম তালুকদার ,সাধারণসম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এড.শাহ্ ওয়ারেজ আলী মামুন। পুররায় সভাপতি ও সাধারণ সম্পাদন হিসেবে নির্বারচিত হলেন। উক্ত সম্মেলনকে ঘিরে জামালপুরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন
Array