চন্দ্রগঞ্জ থানা বিএনপির ১ম- দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত
নিজাম উদ্দিন ,লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র ১ম-দ্বিবার্ষিক সম্মেলন ৯ই সেপ্টেম্বের সকাল ৯ টাকা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এবং বিকাল ৪ ঘটিকা থেকে সন্ধা ৬ টাকা ১৫ মি: পর্যন্ত চন্দ্রগঞ্জ থানা কাউন্সিল হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র আহ্বায়ক এম বেল্লাল হোসেন বেল্লাল এর সভাপতিত্বে এবং চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ও অন্যান্য নেতাকর্মীদের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়- অনুষ্ঠানে উদ্ভোধক হিসাবে বক্তব্য রাখেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, তিনি বিগত দিনগুলোতে বিএনপির গুম, খুন ও অসুস্থতা জনিত মৃত্যু বরণ কারী নেতা কর্মীদের স্মরন করে আলোচনা শুরু করেন। তিনি বলেন চন্দ্রগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বিএনপি নেতাকর্মী রয়েছে। তাই চন্দ্রগঞ্জ থানাকে ১১ টা ইউনিট এর মধ্যে একটি শক্তিশালী ইউনিট হিসাবে গঠন করতে আজকের এই সম্মেলন ও কাউনসিলের আয়োজন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও আরও উপস্থিত ছিলেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির, লক্ষ্মীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি বাংলাদেশ ফেডারেশন বাফুফে সহ সভাপতি এছাড়াও লক্ষ্মীপুর জেলা ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭ ঘটিকার সময় কাউন্সিল শেষ হয়। কাউন্সিলে এম বেল্লাল হোসেন চেয়ার প্রতীক নিয়ে ২৭১ ভোট ও আনোয়ার হোসেন বাচ্চু ছাতা প্রতীক নিয়ে ২৬৪ ভোট পান এবং এম বেল্লাল হোসেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসাবে নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন
Array