কমলনগরে চিকিৎসা চলাকালীন রোগীর মৃত্যুর অভিযোগে ডাক্তার এবং স্টাফদের উপর হামলা ও ব্যাপক ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন।
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর মিলেনিয়াম হাসপাতাল কর্তৃক চিকিৎসা চলাকালীন রোগীর মৃত্যুর অভিযোগে ডাক্তার এবং স্টাফদের উপর হামলা ও ব্যাপক ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন। ৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০.৩০ মিনিট উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট মধ্য বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন কমলনগর শাখার সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব, নিউ উপকূল ল্যাবের ডা: আবদুল্লাহ আল নোমান এমবিবিএস, ফজুমিয়ার হাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা: মো: শাহজাহান, উপকূল ল্যাব করইতলা বাজার চেয়ারম্যান মাওলানা নজির আহমদ হেলালী, নিউ উপকূল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ফারুক হোসেন সহ প্রমুখ।
বক্তাগন বলেন চিকিৎসা সেবায় কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদান সহ অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জোর জানান। অন্যথায় তারা যেকোন ধরনের কঠোর ভূমিকা নিতে বাধ্য হবে।


আপনার মতামত লিখুন
Array