বগুড়া শহরে শাকিল খন্দকার নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরে শাকিল খন্দকার নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত শাকিলের ভাগিনা গুরুতর আহত হয়েছেন। ধানক্ষেতে পড়ে ছিল ব্যবসায়ী শাকিল খন্দকারের ক্ষতবিক্ষত মরদেহ।তার মরদেহ দেখে শোকে ভেঙে পড়েছেন স্বজনরা।স্বজনরা জানায়, শহরের তেলিপুকুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাকিলের সঙ্গে শামিম ও পলাশের বিরোধ চলছিল।
শুক্রবার রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে তেলিপুকুর এলাকায় ডেকে নেয় অভিযুক্তরা। সেখানে পৌঁছালে শাকিলের ভাগিনা তৌফিককে প্রথমে বেধড়ক মারধর করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে কুপিয়ে ধান ক্ষেতে ফেলে যায় তারা। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল ধানক্ষেত থেকে শাকিলের মরদেহ উদ্ধার করে।
পুলিশ বলছে, এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত নিলয় ও রাতুলকে আটক করে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন
Array