রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৯১ তম তিরোধান দিবস উদযাপন
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৯১ তম তিরোধান দিবস পালন করা হয়েছে। রবিবার (৯ সেপ্টেম্বর) উপজেলা শহরের ঐতিহাসিক পেড়ালবাড়ী সমিতির ডাঙায় তিরোধান দিবসের এই সভা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টায় পঞ্চানন স্মৃতি ভাষ্কর্যে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পণ শেষে সমাবেত প্রার্থনা করা হয়। একইদিনে সমিতির ডাঙায় একটি আধুনিক মানের শিব মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
পরে পঞ্চানন বর্মার সমাজ সংষ্কারে কৃতিত্ব ও অবদান নিয়ে আলোচনা করেন, আমন্ত্রিত অতিথিরা। শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধামের সভাপতি অধ্যক্ষ উমাপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি গোরাচাঁদ অধিকারী, সমিতির কেন্দ্রীয় নেতা মধুসূদন বর্মা, ক্ষত্রিয় সমিতির ঠাকুরগাঁও জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র বর্মন, নীলফামারী জেলা সভাপতি অনিমেষ চন্দ্র রায়, পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, ঠাকুরগাঁও সদর উপজেলা ক্ষত্রিয় সমিতির সভাপতি প্রফুল্ল চন্দ্র রায়।
উল্লেখ্য যে, রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা বাংলাদেশের ক্ষত্রিয় জনগোষ্ঠীর কাছে একজন সমাজ সংষ্কারক হিসেবে পরিচিত। তিনি ১৯১০ খ্রিষ্টাব্দে অবিভক্ত ভারতবর্ষের বৃহত্তর রংপুর, দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, কলকাতা, নেপাল ও আসামসহ বিভিন্ন অঞ্চলের অবহেলিত ক্ষত্রিয় জনগোষ্ঠীকে নিয়ে অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলেন এবং সমাজ সংষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বাংলা ১২৭২ সালের পহেলা ফাল্গুন জন্মগ্রহণ করেন এবং বাংলা ১৩৪২ সালের ২৩ ভাদ্র মৃত্যুবরন করেন।


আপনার মতামত লিখুন
Array