নান্দাইলে নব যোগদানকৃত ওসির উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আকরাম হোসেন,ময়মনসিংহ উওর জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে নব যোগদানকৃত মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে নান্দাইল মডেল থানার বাংলোয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ সুচনা বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরিচয় পর্ব শেষে উন্মুক্ত মতবিনিময় পর্বে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান রাজিব,বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোঃ এ হান্নান আল আজাদ, সাংবাদিক রমেশ কুমার পার্থ,প্রবাল মজুমদার , রফিক মোড়ল, শফিকুল ইসলাম,সায়েদুর রহমান ফারুক, মোশাররফ হোসেন প্রমুখ সাংবাদিকদের প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং সহজ ও সাবলীল ভাবে যথাযথ উত্তর দেন।
নান্দাইল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা, কিশোর অপরাধ মাদক জুয়া সহ সার্বিক পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি নান্দাইল উপজেলাকে শান্তি পূর্ণ ও মডেল উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৪২ জনসাংবাদিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন
Array