দুর্গাপুরে হাটকানপাড়া জোবেদা কলেজে নবীন বরণ ও বই বিতরণ উৎসব
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ প্রাঙ্গণ সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। পরিবার ও শিক্ষক একসাথে কাজ করলে শিক্ষার্থীরা সঠিক পথে গড়ে উঠবে এবং জাতি আলোকিত হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. বদরুজ্জামান এবং সঞ্চালনা করেন শিক্ষক এ.কে.এম খাইরুল বারী তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক ফজলুল বারী সোহরাব ও বাবলু সরকার, সহকারী অধ্যাপক এলাহী বকস এবং শিক্ষক প্রতিনিধি আব্দুস সালাম। তারা নবীনদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি বইয়ের প্রতি অনুরাগী হওয়ার আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেওয়া হয়। কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক ও বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়, যা নবীন বরণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। স্থানীয় অভিভাবকরা জানান, এ ধরনের আয়োজনে শিক্ষার্থীরা নতুন উদ্যমে শিক্ষাজীবন শুরু করতে অনুপ্রাণিত হয়।


আপনার মতামত লিখুন
Array