করিডোর ইস্যুতে সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে: তারেক রহমান
মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর ইস্যুতে রাজনৈতিক দল এবং জনগণকে অন্তর্বর্তী সরকার পাশ কাটিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিদেশিদের স্বার্থ নয়, সবার আগে দেশ, উল্লেখ করে তিনি বলেন, ‘করিডোর ইস্যুতে সিদ্ধান্ত আসতে হবে জাতীয় সংসদ থেকে।’
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে মে দিবসের সমাবেশে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ক্ষমতার লোভ যেনো কাউকে স্বৈরাচারের পথে ঠেলে না নেয়, তাই দ্রুত নির্বাচনের দাবিও জানান তিনি।
‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’ এই ম্লোগানে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এ সমাবেশ।
কর্মসূচির শুরুতে ছিলো জাসাস শিল্পীদের সাংস্কৃতিক নানা পরিবেশনা। এরপর, বেলা ২ টায় শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। ঘোষণাপত্র পাঠ করেন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। শুরুতে বক্তব্য রাখেন বিএনপিসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। পরে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপির দেশ নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘সরকারের একটা অংশ সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকামী মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি করছে। জনগণের সংশয় কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন। কারো সুপ্ত বাসনা যেন ফ্যাসিবাদের সৃষ্টি না করে, তার জন্য নির্বাচন প্রয়োজন।’
তিনি বলেন, ‘মানবিক করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে জানায়নি। করিডোর দেয়া না দেয়ার সিদ্ধান্ত নেবে জনগণ ও নির্বাচিত সরকার। বিদেশিদের স্বার্থ রক্ষা নয়, আগে দেশের জনগণের স্বার্থ রক্ষা করতে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। যাতে পরাজিত শক্তি পুনর্বাসিত হতে না পারে। জনগণের রাজনৈতিক অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। শ্রমজীবীরা অধিকারের কথা কাউকে বলতে পারছে না। জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন প্রয়োজন।’


আপনার মতামত লিখুন
Array